তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন সিলেট আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতরের (Press Information Department) অধীন একটি অফিস। গণমাধ্যমকর্মীদের কাছে অফিসটি PID নামেই বেশি পরিচিত। এটি সরাসরি তথ্য অধিদফতর নিয়ন্ত্রণ করে থাকে। এ অফিসের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদ রয়েছে ১৭টি। অফিস প্রধানের পদবী হচ্ছে উপ-প্রধান তথ্য অফিসার যা পরিচালক পদমর্যাদার। এ অফিসের প্রধান কাজ হচ্ছে প্রেসট্রেন্ড, পেপার ক্লিপিংস, সরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও ভিভিআইপিদের নিউজ কাভারেজ (তথ্য বিবরণী), ফটোকভারেজ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস